সিলেট

কাগজের দাম চড়া, সিলেটে ছাপাখানার ব্যবসায়ীরা বিপাকে

নিউজ ডেস্ক- কাগজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহেও টান পড়েছে। ফলে বিপাকে পড়েছেন সিলেটের ছাপাখানার মালিকরা।

জানা গেছে, উৎপাদন ব্যাহত হওয়ার সুযোগে হু হু করে বাড়ছে কাগজের দাম। তবে সব ধরনের কাগজের দাম একই হারে বাড়েনি। কাগজের নানা পদের মধ্যে টনপ্রতি সর্বোচ্চ দাম বেড়েছে লেজার কাগজের। পাইকারিতে কাগজের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ছাপাপণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত।

সিলেটের কয়েকজন ছাপাখানা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে পাইকারি বাজারে কাগজের দাম প্রতিদিনই বেড়েছে। এই সময়ে সবচেয়ে বেশি বেড়েছে লেজার কাগজের দাম।

তারা জানান, ঢাকা থেকে কাগজের সরবরাহ কম থাকায় হুট করে দামটা বেশি বেড়ে গেছে। ফলে ক্রেতাদের কাছে জবাবদিহি করতে হচ্ছে।

এ পরিস্থিতির জন্য জ্বালানির সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

সিলেট মহানগরের তালতলা এলাকার গ্রাফিক্স জোন নামক প্রতিষ্ঠানের মালিক জামাল আহমদ বলেন- ‘বাজারে কাগজের দাম বৃদ্ধি পাওয়ায় ডায়েরি, নোটবুক, বিভিন্ন ফাইলপত্র, লেজার খাতা, বক্স ফাইল, খাতার মতো কাগজের উপকরণের দাম গত এক সপ্তাহে নতুন করে ৩০ শতাংশের মতো বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘বাজার স্বাভাবিক থাকলে এই সময়ে কাজের অভাব হয় না। কিন্তু কাগজের দাম বাড়তে থাকায় কাজ কমতে শুরু করেছে। ফলে বিপাকে পড়েছি আমরা।’

Back to top button