সুনামগঞ্জ

জামিনে মুক্ত সুনামগঞ্জের ঝুমন, আদালতের নির্দেশ মেনে চলার প্রতিশ্রুতি

নিউজ ডেস্কঃ কারাগার থেকে দ্বিতীয়বারের মতো ছাড়া পেয়েছেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস। বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৫ টা ২০ মিনিটের সময় সুনামগঞ্জ জেলা কারাগারে থেকে মুক্ত হন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনে দ্বিতীয়বার গ্রেপ্তার হয়েছিলেন ঝুমন।

কারাগার থেকে বেরিয়ে ঝুমন দাস গণমাধ্যমকে বলেন, ফেসবুক না চালানোর যে নির্দেশ হাইকোর্ট দিয়েছেন তা আমি অবশ্যই মেনে চলবো। যে শর্তগুলো দেয়া হয়েছে সেগুলো আমি দেখেছি এবং তা আমি পালন করব।

গত ১৩ নভেম্বর বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঝুমন দাসের জামিন দেন।

পরে আইনজীবী জানান, ঝুমন দাস ভবিষ্যতে ফেসবুকে উসকানিমূলক ও ধর্মীয় বিদ্বেষমূলক কোনও পোস্ট দেবেন না, এই মুচলেকায় তাকে ৬ মাসের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ২০২১ সালের ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলের অতিথি মাওলানা মামুনুল হককে নিয়ে কটূক্তি করে ফেসবুকে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস দেন ঝুমন। এর ঘটনার জের ঘরে স্থানীয় নোয়াগাঁও নামক গ্রামের বাসিন্দাদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য দায়ী করা হয় ঝুমনের উসকানিমূলক ফেসবুক পোস্ট। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং তাকে গ্রেফতার করা হয়। প্রায় ৭ মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হন।

জামিনে মুক্তির শেষ সময়ে এসে ফের গত ২৮ আগস্ট ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অপরাধে ৩০ আগস্ট দুপুরে শাল্লা থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পোস্ট দেওয়ার বিষয়টি ঝুমন স্বীকার করলে রাতেই পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় এতদিন জেল খেতে বুধবার ঝুমন দ্বিতীয়বার জামিন পান।

Back to top button