সারাদেশ

প্রবাসী স্বামীর সঙ্গে বাজারে গিয়ে প্রেমিকের হাত ধরে উধাও নববধূ

এবার চাঁদপুরের কচুয়ায় এক নববধূ তার সৌদি প্রবাসী স্বামীর দেওয়া স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত নববধূর নাম সাদিয়া আক্তার। এ ঘটনায় স্ত্রী ও তার মালামাল ফিরে পেতে সৌদি প্রবাসী স্বামী সেলিম মিয়া বাদী হয়ে গতকাল মঙ্গলবার ২২ নভেম্বর কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকের নাম কাউছার হোসেন। বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিতারা গ্রামের শহীদ পাঠানের প্রবাসী পুত্র সেলিম মিয়ার সঙ্গে ১১ নভেম্বর একই উপজেলার পদুয়া গ্রামের মিজানুর রহমানের কন্যা সাদিয়া আক্তারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর সাদিয়া আক্তার তার স্বামীর বাড়িতে সুখে-শান্তিতে থাকছিলেন।

রবিবার বিকালে সাদিয়া আক্তার তার স্বামী সেলিম মিয়াকে নিয়ে সাচারের কলাকোপা পার্কে ঘুরতে যায়। পরে সন্ধ্যায় পার্শ্ববর্তী সাচার বাজারে রিক্সা উঠতে গিয়ে সেলিম মিয়া ফল ক্রয় করতে গেলে সাদিয়া আক্তার তার জনৈক প্রেমিক কাউছার হোসেনকে নিয়ে উধাও হয়ে যায়।

এ সময় সাদিয়া আক্তার সেলিম মিয়ার সৌদি ১০ হাজার রিয়াল, ১টি স্মার্ট ফোন, নগদ ৩০ হাজার টাকা ও তার দেওয়া ৫ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button