
টাইমস ডেস্কঃ জকিগঞ্জে ‘রহস্যজনক’ অগ্নিকাণ্ডে পুরনো একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) ভোর রাতে ৫টার দিকে সুলতানপুর ইউপির এলংজুরি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলংজুরি গ্রামের কমর উদ্দিন চৌধুরী কমু মিয়ার বাড়ির একটা পুরনো বাংলো ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। ঐ ঘরে কোনো বিদ্যুৎ সংযোগ ছিলো না বলেও জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শামিম আহমদ জানান, সকালে সুলতানপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম ও থানাপুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুড়ে যাওয়া ঘরের পাশে থেকে আলামত উদ্ধার করেছে পুলিশ। তিনি বলেন, ঘরে যেহেতু বিদ্যুৎ সংযোগ নেই তাহলে এর পেছনে অন্য কোনো থাকতে পারে।
জকিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. নাসিম আহমদ জানান, আগুনের সূত্রপাত বিদ্যুৎ থেকে হয়নি এটা নিশ্চিত। কীভাবে ওই ঘরে আগুন লেগেছে খতিয়ে দেখা হচ্ছে।