সিলেট

সিসিকের সিইও হিসেবে বদরুল হকের দায়িত্ব গ্রহণ

টাইমস ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ বদরুল হক।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে নগর ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে গত ৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে মোহাম্মদ বদরুল হককে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাঠ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব থেকে বদলি করে সিসিকের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেয়া হয়।

৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে একই প্রজ্ঞাপনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীকে নৌ পরিবহন মন্ত্রণায়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। সিসিকে তাঁরই স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ বদরুল হক।

Back to top button