সিলেট

ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

টাইমস ডেস্কঃ মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেটের ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়।

এ ছাড়া নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জমা দিতে বলা হয়েছে। নেতারা সশরীরে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন বলেও জানানো হয়।

Back to top button