জাতীয়

উদ্দেশ্য একটাই হাসিনার কবল থেকে খালেদা জিয়াকে মুক্ত করা: জি কে গউছ

টাইমস ডেস্কঃ কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ বলেছেন, ‘শেখ হাসিনার পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমাদের আন্দোলনের উদ্দেশ্য একটাই শেখ হাসিনার কবল থেকে খালেদা জিয়াকে মুক্ত করা। তাকে মুক্ত করার কোনো বিকল্প নাই।’

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণ সমাবেশ বিশেষ অতিথির বক্তব্যে এমন কথা বলেন।

তিনি বলেন, ‘কথা কম কাজ বেশি, এখানে আমরা কারও বক্তব্য শুনতে আসি নাই, এখানে আমরা বক্তব্য দিতে এসেছি।’

জি কে গউছ আরও বলেন, ‘১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে আমাদের পতাকা দিয়ে গেছেন। আজকে ২০২২ সালে এসে সেই পতাকা লাঠির মাথায় বেঁধেছে। শেখ হাসিনার পতন ছাড়া এই লাঠি হাত ছাড়া করা যাবে না। এই লাঠি শেষ পর্যন্ত আমাদের হাতে রাখতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় বিএনপি ১০ লাখ মানুষের জমায়েত করলে আওয়ামী লীগ ৩০ লাখ জমায়েত করবে।

তার এ কথার জবাব দিয়ে জি কে গউছ বলেছেন, ‘আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আওয়ামী লীগের সমাবেশে যদি ১০ লাখ মানুষ হয়, আমাদের সমাবেশে ৫০ লাখ মানুষ সমবেত হবে।’

Back to top button