ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে বিমানের সং ঘ র্ষে নি হ ত ২, আ হ ত ৬১
নিউজ ডেস্ক- দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী জোরগেজ চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ির।
শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন ৬১ জন। খবর বিবিসির।
বিমানবন্দর সূত্রে জানা গেছে পেরুর বিমান পরিষেবা সংস্থা লাতাম এয়ারলাইন্সের এলএ ২২১৩ বিমানটি রাজধানী থেকে জুলিয়াকা শহরে যাচ্ছিল। সে সময় এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভয়াবহ সংঘের্ষের সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে উড়োজাহাজ ও ফায়ার সার্ভিস গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং তার ফলে বিমানের পেছনের অংশ আগুন ধরে যাওয়া ও তার ফলে কালো ধোঁয়া বেরোনোর দৃশ্য ধরা পড়েছে।
দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে গেছে ফায়ার সার্ভিসের সেই গাড়িটি। গাড়িতে থাকা দুই ফায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন বিমানের ৬১ জন যাত্রী।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।