সিলেট

সিলেটে থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির!

টাইমস ডেস্কঃ সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আজ শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর মধ্যেই সিলেটে আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এমন একটি সংবাদ জাতীয় গনমাধ্যম দ্য ডেইলী স্টার প্রকাশ করেছে। তারা জানায় সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সমাবেশস্থল থেকে বিএনপিকর্মী আব্দুর রহমান হীরা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে মোবাইল ইন্টারনেটে বেশ ধীরগতি পাচ্ছি। ২টি অপারেটর দিয়ে চেষ্টা করেও একই ফল পাচ্ছি।’

এর আগে গত ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশের দিন সেখানে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ছাড়াও, গত ২২ অক্টোবর বিএনপির সমাবেশের দিন খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল।

সৌজন্যঃ দ্য ডেইলী স্টার

Back to top button