মাদ্রিদে প্রবাসী বাংলাদেশির দোকান চুরি

স্পেন প্রতিনিধিঃ স্পেনের রাজধানী মাদ্রিদের আতুচা এলাকায় বাংলাদেশী মালিকানাধীন মারিয়াম টেলিকম এন্ড মানি ট্রান্সফারে এক চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ নভেম্বর(বৃহস্পতিবার) ভোর পাঁচটায় মেট্রো পাসিফিকো সংলগ্ন আভেনিদাধে ছিউদাদ দে বার্সেলোনা সড়কের ৫১ নাম্বার দোকানে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায় দোকানের মালিক মাওলানা আবুল কালাম শিবলু জরুরী কাজে দেশে অবস্থান করায় উনার ছোট ভাই রুয়েল আহমদ প্রতিদিনের ন্যায় রাত নয় টায় দোকান বন্ধ করে বাসায় আসেন।
সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের দরজা ভাঙ্গা ভিতরে প্রবেশ করে দেখেন দুকানের সব কিছু অগোছালো ক্যাশ ভাঙ্গা এবং দুকানে সব মোবাইল, ট্যাব সহ অন্যান্য মালামাল নাই তাৎক্ষণিক উনি উনার আরেক ছোট ভাই শাহজাহান আহমদ খোকন কে জানালে উনি আরো প্রবাসী কিছু বাংলাদেশিকে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং কমিউনিটির নেতৃবৃন্দদের অবগত করেন।দোকানের সি সি ক্যামেরায় চুরের ফুটেজ ধারণ করা থাকলে ও চুর অপরিচিত অন্য দেশী লোক হওয়ায় শনাক্ত করতে পারছেন না বলে জানান এ প্রতিবেদককে।দোকানের মালিকের ছোট ভাই শাহজাহান আহমদ খোকন জানান দোকানে চুরি হওয়া মাল পত্রের মূল্য প্রায় ৪ থেকে ৫ হাজার ইউরো যা বাংলাদেশী টাকায় ৪ থেকে ৫ লক্ষ টাকা। দোকানের মালিক দেশে অবস্থান করায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশকে এ বিষয়ে অবগত করা হয় নি বলে জানা গেছে।