সুনামগঞ্জ

সুনামগঞ্জ থেকে ট্রলার-নৌকায় সিলেট আসছেন বিএনপি নেতাকর্মীরা

টাইমস ডেস্কঃ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যেবৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আগামী শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সুনামগঞ্জে নির্বিঘ্নে প্রচারণা শেষ করে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের ‌‘সুনামগঞ্জ বিএনপি ক্যাম্পে’ যাত্রা শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা।

গণসমাবেশে যোগ দিতে সুনামগঞ্জ থেকে ট্রলার ও নৌকায় করে সিলেটে আসছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার হঠাৎ করে ৩৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতি। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। এর পরিপ্রেক্ষিতে সড়কপথ ছাড়াও নৌপথেও সিলেটে আসছেন বিএনপি নেতাকর্মীরা।

সুনামগঞ্জ বিএনপির নেতারা জানান, সুনামগঞ্জ থেকে ৫০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করবেন। এর আগে গত ৮ নভেম্বর থেকে সুনামগঞ্জে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে প্রচারপত্র বিলি শুরু সংগঠনের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবনসহ জেলার নেতাকর্মীরা। এরপর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলে এর প্রচারপত্র বিলির কাজ।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন জানান, সমাবেশে বাধা দিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট দিয়ে আমাদের সমাবেশে যাওয়া বন্ধ করতে পারবে না সরকার। সমাবেশ সফল করার লক্ষে সুনামগঞ্জ থেকে ৫০ হাজার নেতাকর্মী সিলেটে যাবেন। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ট্রলার, নৌকা দিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন।

শহরের বৈঠাখালী এবং সাহেব বাড়ি ঘাটে গিয়ে দেখা যায়, নেতাকর্মীরা ধানের শীষ হাতে নিয়ে ইঞ্জিনচালিত ও স্টিলবডির নৌকা দিয়ে সিলেটে যাচ্ছেন। এসব নেতাকর্মীরা শুক্রবার সকালে সিলেটে পৌঁছাবেন বলে জানান জেলা বিএনপির নেতা রাকাব উদ্দিন। তিনি বলেন, দুর্গম তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর উপজেলার বিএনপির নেতাকর্মীরা নৌকাযোগে সিলেটের সমাবেশ সফল করার লক্ষে যাত্রা শুরু করেছেন। শুক্রবার সকালে গিয়ে তারা সিলেটে পৌঁছাবেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন সমকালকে বলেন, সিলেটের সমাবেশ সফল করতে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করছি। ধর্মঘট আর পুলিশের ভয় দেখিয়ে আমাদের সমাবেশে যাওয়া বন্ধ করা যাবে না। যে কোনোভাবেই আমরা সিলেটে গিয়ে পৌঁছাব।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, অন্যান্য বিভাগীয় সমাবেশের ক্ষেত্রেও বাস ধর্মঘট দিয়ে সমাবেশে বাধা দেওয়া হয়েছে। আমাদেরও বাধা দিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুক্রবার বেলা ১১টায় সাত থেকে আট হাজার মোটরসাইকেল নিয়ে সিলেটের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে যাত্রা শুরু করবো। যদি রাস্তায় পুলিশ বাধা দেয়, তাহলে আমরা সেটা প্রতিহত করে সমাবেশে যোগ দেব। সুনামগঞ্জ থেকে ৫০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করবেন বলে জানান তিনি।- খবর সমকালের

Back to top button