জামায়াত ‘অন্যভাবে’ এল কিনা খতিয়ে দেখে সিদ্ধান্ত: ইসি

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলোপমেন্ট পার্টি (বিডিপি) কিংবা জামায়াত সংশ্লিষ্ট কেউ ‘অন্যভাবে’ নিবন্ধন নিতে ইসিতে আসছে কি না, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
জামায়াত সংশ্লিষ্ট কোনো দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার পর তার এ মন্তব্য আসে।
এ নির্বাচন কমিশনার বলেন, “বিডিপি দরখাস্ত দাখিল করেছে, আর অন্যরা বলছেন যে তারা (জামায়াত) অন্য নামে দিয়েছেন। সেটা তো প্রমাণের বিষয়। আগে হোক, যাচাই বাছাই হোক, তখন বলা যাবে।”
নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন নতুন দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করলে ৯৩টি দল সম্প্রতি আবেদন করে। এর মধ্যে বিডিপিসহ অন্তত দুটি দল নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর দলছুটদের নিয়ে গঠিত বলে আলোচনা চলছে।
তাদের নিবন্ধন না দিতে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে স্মারকলিপি দেয় প্রজন্ম ৭১। এ সংগঠনের সভাপতি আসিফ মুনীর পরে বলেন, “বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নিবন্ধনের আবেদন করেছে, তাতে আমরা শঙ্কিত।”
“যাদের কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছে জামায়েত ইসলামীর সাথে এবং ইসলামী ছাত্রশিবিরের আদর্শের সাথে, সে রকম কোনো ব্যক্তি যদি দল গঠন করেন এবং নিবন্ধনের জন্য আবেদন করেন, তাদের যাতে নিবন্ধন না দেওয়া হয়।”
আসিফ মুনীর বলেন, “নির্বাচন কমিশন আইন অনুযায়ী তদন্ত করবেন। কোন কোন যুক্তিতে নিবন্ধন না দেওয়া যেতে পারে সেগুলোর আওতায় যদি কোনোভাবে আসে, শুধুমাত্র বাংলাদেশ ডেভেলোপমেন্ট পার্টি নয়, অন্য কোনো দল যদি থাকে তাদের, নিবন্ধন যাতে না দেওয়া হয়।”
প্রজন্ম ৭১ এর প্রচার সম্পাদক অনল রায়হান বলেন, “মিডিয়ার খবর অনুযায়ী বাংলাদেশ ডেভোলোপমেন্ট পার্টির সভাপতি ও সেক্রেটারি জামায়েতের রাজনীতির সাথে জড়িত ছিল। তারা জামায়েত ইসলামীর শুরা সদস্য ছিলেন এবং আছেন। সংগঠনের যারা সদস্য, তারা কখনো না কখনও জামায়েত ইসলামীর সাথে ছিলেন। ছাত্রশিবিরের সাথে ছিলেন।
“জামায়াতের নিবন্ধন যখন বাতিল হল, তখন আমরা সবাই জানতাম জামায়াত নতুন ফ্রন্ট খুলবে। নতুন চেহারা নিয়ে আসবে।”
নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার সময় প্রজন্ম ৭১ এর সাইফুদ্দিন আব্বাস, নুজহাত চৌধুরী ও তানভীর হায়দায় চৌধুরীও উপস্থিত ছিলেন।
পরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “প্রজন্ম একাত্তর স্মারকলিপি দিয়েছে গেছে। আগে দেখব, জানব, তারপর বলতে পারব। জামায়াত অন্য আদলে আসছে কিনা, তা অগ্রিম বলা ঠিক হবে না। কমিশন মিটিংয়ে ফরমালি না এলে বলা যাবে না। এগুলো প্রমাণ হোক, তারপর আমরা পাঁচ কমিশনার বসে সিদ্ধান্ত নেব।”
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। যেহেতু নিবন্ধন নেই, নির্বাচনে তারা আসতে পারবে না। এখন নতুন করে তারা কীভাবে আসছে না আসছে এগুলো খতিয়ে না দেখে বলা যাবে না।”
এবার যারা নিবন্ধনের আবেদন করেছে, আগামী বছর জুনের মধ্যে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।
“আমরা কেবল একটি দল নয়, ৯৩টি পার্টির ব্যাপারেই যাচাই-বাছাই যতখানি আইনি কঠামো আছে পুরোটাই দেখব।”
রাশেদা সুলতানা বলেন, “গঠনতন্ত্র যাচাই করেই নিবন্ধন দেওয়া হবে। একজন এসে দাঁড়াল যে ‘আমরা একটা দল’, তাই কী হবে নাকি? যাচাই বাছাই করেই দেব।” সমাগমের টার্গেট নিয়েছে দলটি। নেতাকর্মীরাও নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। পাশাপাশি পুরোদমে চলছে মঞ্চ তৈরির কাজ। তবে, অন্যান্য স্থানের মতো সিলেটেও বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন থাকছে পরিবহন ধর্মঘট।
শুধু সিলেট জেলাতে নয়, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এই বিভাগের সবকটি জেলাতেই ধর্মঘটের ডাক দিয়েছে। অতএব শনিবার সিলেটের চার জেলাতেই চলবে না বাস ও মিনিবাস। সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের মহাসড়কে ইজিবাইক, নসিমন-করিমন ও পরীক্ষামূলক (অন টেস্ট) সিএনজিচালিত অটোরিকশা বন্ধসহ নানা দাবিতে ধর্মঘট ডাকলেও হবিগঞ্জ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভিন্ন একটি কারণে ধর্মঘটের ডাক দিয়েছে। দীর্ঘদিন ধরে জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় সালামতপুরে নির্মিত সরকারি বাস টার্মিনালে বাসগুলোকে যেতে দিচ্ছে না দাবি করে ধর্মঘটের ডাক দেয় তারা।
এদিকে, সিলেট জেলায় শনিবার ছয়টা থেকে পরদিন রবিবার সকাল ছয়টা পর্যন্ত, মৌলভীবাজার ও সুনামগঞ্জে শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং হবিগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।
পরিবহন সংগঠনগুলোর দাবি, এই ধর্মঘটের সঙ্গে বিএনপির গণসমাবেশের কোনও সম্পর্ক নেই। তারা দাবি আদায়ে ধর্মঘট পালন করবে। বিপরীতে বিএনপি নেতাদের দাবি, তাদের গণসমাবেশ বানচাল করতেই সরকারের নির্দেশে এসব ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ধর্মঘটের বিষয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, দাবিগুলো জানিয়ে আমরা কিছুদিন আগে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে আমাদের কিছু জানানো হয়নি। তাই বাধ্য হয়ে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছি। শনিবার সকাল ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বাস ধর্মঘট পালন করা হবে। ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনও সম্পর্ক নেই। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘট ডাকা হয়েছে।
মৌলভীবাজার জেলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধ, সিএনজি অটোরিকশার সামনের গ্লাসে গ্রিল লাগানো বন্ধ, ব্যাটারিচালিত অবৈধ টমটম চলাচল বন্ধ, ট্রাক, ট্যাংকলরি, পিকআপ, কাভার্ডভ্যানে চাঁদাবাজি, পুলিশি হয়রানি বন্ধ এবং মৌলভীবাজারে একটি স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সব রুটে বাস-মিনিবাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকার এম এ খান সেতুর টোল আদায় বন্ধ, ব্যাটারিচালিত ইজিবাইক ও পরীক্ষামূলক (অন টেস্ট) সিএনজিচালিত অটোরিকশা বন্ধ, সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও আধুনিকায়নের দাবিতে আগে থেকেই আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দুদিন বাস চলাচল বন্ধ থাকবে। বিএনপির সমাবেশের সঙ্গে বাস ধর্মঘটের কোনও সম্পর্ক নেই।
হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় সালামতপুরে নির্মিত সরকারি বাস টার্মিনালে বাসগুলোকে যেতে দিচ্ছে না। উপজেলা শহরে যানজটের অজুহাতে তারা টার্মিনালে বাস যেতে দেয় না। বুধবার হঠাৎ গাড়িগুলো আটকে দিয়ে জরিমানা করেছে। অথচ অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক শহরে যানজট সৃষ্টি করলেও সেগুলো বন্ধ করা হচ্ছে না। তাই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির দাবি করেন, বিএনপির সমাবেশে জনসমাগম ঠেকাতে ধর্মঘট দেওয়া হয়েছে। কিন্তু কোনও ষড়যন্ত্রই সমাবেশে উপস্থিতি কমাতে পারবে না। যত বাধাই আসুক না কেন, সমাবেশ সফল হবে। সিলেটের সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, গণসমাবেশগুলোতে আপনারা দেখেছেন, মানুষ পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে, নৌকাযোগে, ছোট ছোট যানবাহনে সমাবেশে উপস্থিত হয়েছেন। সর্বত্র মানুষের ঢল নেমেছিল। সব বাধা পেরিয়ে সিলেটেও জনতার ঢল নামবে।