সিলেট

সিলেটে ব্রাজিল বাড়ি!

সোশ্যাল মিডিয়া ডেস্কঃ বিশ্বকাপ উন্মাদনায় সারা বিশ্ব, তার সাথে বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন বাংলাদেশী ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ মুল আসর শুরু হওয়ার আগে থেকেই দেশব্যাপী ফুটবল উন্মাদনায় বিভক্ত বিভিন্ন দলের ফুটবল সমর্থকরা। বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের জার্সি কেনার ধুম শুরু হয়েছে কাপড়ের মার্কেটে। বাংলাদেশী ফুটবল প্রেমীদের মধ্যে বেশীরভাগ দর্শক আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক। এই দুই দলের সমর্থকরা প্রিয় দলের জন্য অনেক কিছুই করেন।

এরকমই এক ব্রাজিলভক্ত সিলেটের মাছিমপুর এলাকার আবুল কালাম দিপু। তিনি তার প্রিয় দল ব্রাজিলকে ভালোবেসে বিশ্বকাপের পূর্বে ব্রাজিলের পতাকার রংয়ে সাজিয়েছেন নিজের পুরো বাড়ি। তবে তিনি জানান, তার প্রথম ভালোবাসা বাংলাদেশ, এর পরেই ব্রাজিলের ফুটবলকে তিনি ভালোবাসেন।

ইতিমধ্যেই বাড়িটি সিলেটে ব্রাজিল বাড়ি পরিচিতি পেয়ে গেছে। বিশ্বকাপকে সামনে রেখে তিনি তার আরো বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিবেদকের কাছে। তবে তিনি খেলাকে খেলা হিসাবেই দেখতে চান, সব দলের সমর্থকরা যাতে একসাথে খেলাকে এনজয় করতে পারেন।

এদিকে, ব্রাজিল বাড়িটি পুরোপুরি তৈরি না হলেও এটি দেখতে আশেপাশের এলাকার মানুষ বাড়িটি দেখতে ভিড় জমাচ্ছেন, তুলছেন সেলফি এবং ছবি। তারা জানান, ব্রাজিল বাড়ি শুনে দেখতে এসেছি।

বিশ্বকাপ প্রতি চার বছর পরপর আসে আবার চলে যায়। কেউ যেনো ফুটবল উন্মাদনাকে কেন্দ্র করে কোনো প্রতিহিংসামুলক কাজ না করি সেব্যাপারে সবাই সতর্ক থাকবেন।

Back to top button