বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ: ব্যানার-ফেস্টুনে সয়লাব সিলেট নগরী

নিউজ ডেস্কঃ ১৯ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। বিভাগীয় এ সমাবেশে মাদ্রাসা মাঠ ছাড়াও আশপাশের রাস্তায় মানুষজনের ব্যাপক সমাগম ঘটাতে চায় বিএনপি। এ কারণেই বিভাগের জেলা ও উপজেলাগুলোতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা নিয়মিত গণসংযোগ, পথসভা, প্রচারপত্র বিতরণ, প্রচারমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সমাবেশে দলটি ৪ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে।
এদিকে সমাবেশের প্রচার-প্রচারণার অংশ হিসেবে আলিয়া মাদ্রাসা মাঠের আশপাশ ছাড়াও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ডিজিটাল ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়েছেন নেতা-কর্মীরা। গতকাল সরেজমিনে দেখা গেছে, চৌহাট্টা এলাকায় সমাবেশস্থলের পাশে বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানারে সয়লাব। এছাড়া নগরের প্রায় সবকটি ওয়ার্ডেই পোস্টার, ব্যানার ও ফেস্টুন সাঁটানো আছে। নগরের প্রবেশমুখগুলোতে তোরণ নির্মাণ করেও প্রচারণা চালানো হয়েছে।
অপরদিকে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি অভিযান চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা জানিয়েছেন, গণসমাবেশের আগে বিএনপি সমর্থকদের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করতে এ অভিযান চালানো হচ্ছে। তবে, পুলিশের পক্ষ থেকে বিএনপির এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, ওয়ারেন্টভুক্ত কোনো আসামি হলে সে কোন দলের সেটি দেখার বিষয় নয়; পুলিশ তাকে গ্রেফতার করতে চাইবে। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে বলে যে অভিযোগ তোলা হয়েছে সেটি সঠিক নয় বলে দাবি করেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার জালালাবাদকে বলেন, বিভাগীয় গণসমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পাশাপাশি দলীয় নেতাদের ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন নগরে ঘরোয়া বৈঠক, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।
নগরজুড়ে ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন সাঁটানো এ প্রস্তুতিরই অংশ জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জালালাবাদকে বলেন, অনেক জায়গায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণে পুলিশ বাধা দিচ্ছে। তবে কোনো বাধা-বিপত্তি গণসমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঠেকাতে পারবে না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে সমাবেশ সফলে কাজ করছেন।