বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে রাজনৈতিক উত্তাপ, ট্রাফিকের ভুমিকায় উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে বিএনপির কর্মসুচিতে ছাত্রলীগের সম্মিলিত বাধায় পন্ড হয়ে যায়। এসময় পুরো বিয়ানীবাজার পৌরশহর ছাত্রলীগের মিছিলে প্রকম্পিত হয়। বিএনপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন নেতাকর্মীরা। উত্তাল বিয়ানীবাজারের চারিদিকে আ তংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবাদ আহমদ সহ অনেক নের্তৃবৃন্দ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। একই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব এসে উপস্থিত হয়েও নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। ধাওয়া পাল্টা ধাওয়া ও ছাত্রলীগের মিছিলের কারনে যানজটের সৃষ্টি হয়।

এসময় যানজট কমাতে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ট্রাফিকের ভুমিকায় অবতীর্ন হোন। তাকে দেখে ছাত্রলীগের নেতাকর্মীরাও এসময় যানজট কমাতে রাস্তা থেকে সরে যান।

Back to top button