বিয়ানীবাজারে ছাত্রলীগের বাধায় পন্ড বিএনপির কর্মসুচি, আহত পথচারি

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে ছাত্রলীগের বাধার মুখে পড়ে পন্ড হয়েছে বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশ নিয়ে প্রচারনার কর্মসুচি। পরে সংক্ষিপ্ত পথসভা করে বিএনপি নের্তৃবৃন্দ ছাত্রলীগের বাধার মুখে বিয়ানীবাজার পৌরশহর ত্যাগ করেন। এর আগে দুই দলের নেতাকর্মীদের ধাওয়া পালটা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে দুলাল আহমদ নামের একজন পথচারি আহত হয়েছেন।
জানা যায়, সিলেট মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরনী অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকার দক্ষিন বাজার নিউ মোস্তফা হোটেলের সামনে জড়ো হোন। খবর পেয়ে বিয়ানীবাজার ছাত্রলীগের বিবাদমান কয়েকটি মিছিল সহকারে বিয়ানীবাজার পৌর শহরের কলেজ রোড পয়েন্টে এসে জড়ো হয়ে বিএনপির অবস্থানের দিকে এগিয়ে গিয়ে দক্ষিন বাজার ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেয়।। এসময় যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়ের নের্তৃত্বে দুই দলের মধ্যখানে অবস্থান নেয় বিপুল পুলিশ। ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়ে বিএনপি নেতাকর্মীরা সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তাদের কর্মসুচি শেষ করেন। কর্মসুচির শেষের দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল দিতে গেলে তাদেরকে ধাওয়া দেয় ছাত্রলীগ। এসময় দুই দলের ধাওয়া পাল্টা ধাওয়ায় ইট পাটকেল নিক্ষেপে দুলাল আহমদ নামের একজন পথচারি আহত হোন।
এদিকে, খবর পেয়ে ছাত্রলীগের অভিভাবক সংঘটন আওয়ামীলীগের নের্তৃবৃন্দ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের শান্ত করেন। এসময় বিএনপির কর্মসুচি থেকে নাশকতার আশংকার অভিযোগ করে গনমাধ্যমে বলেন, বিএনপি শান্ত বিয়ানীবাজারকে অশান্ত করার চেষ্টা করেছে। এসময় সাধারন জনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ছাত্রলীগ তা রুখে দিয়েছে।
অন্যদিকে, ছাত্রলীগের বাধার কারনে বিএনপির সংক্ষিপ্ত পথসভায় জেলা সাধারন সম্পাদক এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহি সদস্য আবুল কাহের শামীম, বিএনপি নেতা ও গত নির্বাচনে সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী ফয়সল চৌধুরী। পথসভায় তারা গনতান্ত্রিক ও শান্তিপূর্ন কর্মসুচিতে আওয়ামীলীগের হামলার অভিযোগ করেন। তারা বলেন, আমাদের পুর্ব নির্ধারিত কর্মসূচী আমরা শান্তিপূর্ণভাবে করার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। শান্তিপূর্ণ এ কর্মসূচীতে বিনা উস্কানিতে ছাত্রলীগের নির্লজ্জ হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই ।