বিয়ানীবাজার সংবাদসিলেট

স্টুডেন্ট ভিসায় সিলেটীদের জন্য কড়াকড়ি, অশনী সংকেত বলছেন বিশ্লেষকরা!

তোফায়েল আহমদঃ স্টুডেন্ট ভিসায় সহজেই উন্নত দেশে পাড়ি জমানো একটি স্বাভাবিক প্রক্রিয়া ছিলো সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের। তবে এবার বোধহয় একটি ধাক্কা পড়েছে এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় ব্রিটেন যেতে। বিশ্বখ্যাত অক্সোফোর্ডের ছয়টি ইউনিভার্সিটিসহ আটটি ইউনিভার্সিটি জানুয়ারি সেশনের জন্য তাদের স্টুডেন্ট নেয়া বন্ধ ঘোষনা করেছে সিলেট বিভাগের শিক্ষার্থীদের জন্য। এরকম একটি মেইলে সিলেট ও সারা বিশ্বের সিলেটবাসীদের মধ্যে চলছে তোলপাড়।

এতে আতংকিত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে মুখোরোচক অনেক বক্তব্য শোনা গেলে স্টুডেন্ট কনসালটেন্সীর সাথে জড়িতরা বলছেন এটি একটি অশনী সংকেত। তারা বলছেন, ফেইক ডকুমেন্টে, ইউনিভার্সিটি না গিয়ে অন্য দেশে পাড়ি জমানো, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারনে এই নিষেধাজ্ঞা এসেছে। তারা মনে করেন, যারা সত্যিকারের শিক্ষার্থী তারাই উচ্চ শিক্ষার জন্য সঠিকভাবে প্রসেসিংয়ের মাধ্যমে যেনো ব্রিটেনে পাড়ি জমাবেন।

কে এস গ্লোবাল এডুকেশনের পরিচালক কাউসার আহমদ সুমন বলেন, নিষেধাজ্ঞাকৃত ইউনিভার্সিটি ছাড়াও আরও ১শত ৫০টির উপরে ইউনিভার্সিটি রয়েছে সেগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। তবে যারা জেনুইন স্টুডেন্ট তারাই যেনো ভিসার জন্য আবেদন করেন নতুবা আরও ইউনিভার্সিটির পথ রুদ্ধ হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের আতংকিত না হয়ে সঠিক ডকুমেন্ট নিয়ে বাকি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আহ্বান জানিয়ে স্টেপ এডুকেশনের চিফ কনসালটেন্ট মাহাবুব স্বপন বলেন, আমরা ইতিমধ্যে মেইলের মাধ্যমে নিষেধাজ্ঞার ব্যাপারে জেনেছি। ফেক ডকুমেন্ট ও স্টুডেন্ট ভিসায় গিয়ে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেন না আমাদের সিলেট অঞ্চলের বিশাল অংশের শিক্ষার্থীরা, একারনে তারা অনেকটা বাধ্য হয়েই সিলেট বিভাগের উপর এই নিষেধাজ্ঞা দিয়েছে। তিনি বলেন, শুধু নিষেধাজ্ঞা নয় বেঙ্গর ইউনিভার্সিটি ভর্তিকৃত শিক্ষার্থীদের টিউশন ফিঃ ফিরিয়ে দিচ্ছে। তারা শিক্ষার্থীদের তাদের কাস লেটার ভিএফসে জমা না দেয়ার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে প্রতি বছরই ইউরোপ, ইউকে, আমেরিকা, কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার শিক্ষার্থী প্রবাসে পাড়ি জমান স্টুডেন্ট ভিসায়। মিথ্যা তথ্য বা ভূয়া ডকুমেন্টের মাধ্যমে যারা যাচ্ছেন তারা এই অঞ্চলের আসল শিক্ষার্থীদের ক্ষতি করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ব্যাপারে এখনই সতর্ক না হলে দিন দিন এই নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়তে পারে।

উল্লেখ্য, অক্সফোর্ডের নিষেধাজ্ঞা দেয়া ইউনিভার্সিটিগুলো হলো ইউনিভার্সিটি অফ গ্রীনউইচ, ইউনিভার্সিটি অফ ব্রেডফোর্ড, বেঙ্গর ইউনিভার্সিটি, মোনফোর্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ডান্ডি, রেভান্সবোর্ন ইউনিভার্সিটি লন্ডন।

Back to top button