খেলাধুলা

আইসিসির বিশ্বকাপ একাদশে জিম্বাবুয়ের ক্রিকেটার থাকলেও নেই কোনো বাংলাদেশি

আজ সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ‘মোস্ট ভ্যালুয়েবল’ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপজয়ী দলের জস বাটলারকে অধিনায়ক করে টুর্নামেন্টের সেরা এগারো ক্রিকেটার নিয়ে দল সাজানো হয়েছে।

এছাড়াও, দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। স্বাভাবিকভাবেই, পারফর্ম্যান্স বিচারে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারেরই। আইসিসির সেরা একাদশ:

১. অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)- ৪২.৪০ গড়ে করেছেন ২১২ রান
২. জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক) (ইংল্যান্ড)- ৪৫.০০ গড়ে করেছেন ২২৫ রান এবং ৯টি ডিসমিসাল
৩. ভিরাট কোহলি (ভারত)– ৯৮.৬৬ গড়ে করেছেন ২৯৬ রান

৪. সূর্যকুমার যাদব (ভারত)- ৫৯.৭৫ গড়ে করেছেন ২৩৯ রান
৫. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)- ৪০.২০ গড়ে করেছেন ২০১ রান
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)– ২৭.৩৭ গড়ে করেছেন ২১৯ রান এবং ১৫.৬০ গড়ে নিয়েছেন ১০ উইকেট

৭. শাদাব খান (পাকিস্তান)- ২৪.৫০ গড়ে করেছেন ৯৮ রান এবং ১৫.০০ গড়ে নিয়েছেন ১১ উইকেট
৮. স্যাম কারান (ইংল্যান্ড)- ১১.৩৮ গড়ে নিয়েছেন ১৩ উইকেট
৯. আনরিক নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)– ৮.৫৪ গড়ে নিয়েছেন ১১ উইকেট

১০. মার্ক উড (ইংল্যান্ড)– ১২.০০ গড়ে নিয়েছেন ৯ উইকেট
১১. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ১৪.০৯ গড়ে নিয়েছেন ১১ উইকেট

Back to top button