বিশ্ব ডায়বেটিস দিবস আজ, বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে পালিত হবে দিবসটি
বিয়ানীবাজার টাইমসঃ বিশ্ব ডায়াবেটিস দিবস আজ (১৪ নভেম্বর)। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’।
সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও পালিত হবে দিবসটি। বিয়ানীবাজার ডায়বেটিস ও হরমোন সেন্টারের আয়োজনে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হবে। সকাল ১০ ঘটিকার সময় বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত বিয়ানীবাজার ডায়বেটিস ও হরমোন সেন্টারের সামনে আলোচনা সভা এবং সেখান থেকে একটি সচেতনতামুলক র্যালী বের করা হবে। এতে বিয়ানীবাজারের প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ ও গনমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি থাকবে।
অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন বিয়ানীবাজার ডায়বেটিস ও হরমোন সেন্টারের পরিচালক জনপ্রিয় ডায়বেটিসের চিকিৎসক ডাঃ শিব্বির আহমদ সুহেল।
এছাড়াও দিনব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ করা হবে।