বিয়ানীবাজার সংবাদ

বিশ্ব ডায়বেটিস দিবস আজ, বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে পালিত হবে দিবসটি

বিয়ানীবাজার টাইমসঃ বিশ্ব ডায়াবেটিস দিবস আজ (১৪ নভেম্বর)। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’।

সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও পালিত হবে দিবসটি। বিয়ানীবাজার ডায়বেটিস ও হরমোন সেন্টারের আয়োজনে এক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হবে। সকাল ১০ ঘটিকার সময় বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত বিয়ানীবাজার ডায়বেটিস ও হরমোন সেন্টারের সামনে আলোচনা সভা এবং সেখান থেকে একটি সচেতনতামুলক র‍্যালী বের করা হবে। এতে বিয়ানীবাজারের প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ ও গনমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি থাকবে।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন বিয়ানীবাজার ডায়বেটিস ও হরমোন সেন্টারের পরিচালক জনপ্রিয় ডায়বেটিসের চিকিৎসক ডাঃ শিব্বির আহমদ সুহেল।

এছাড়াও দিনব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ করা হবে।

Back to top button