সিলেট

সোমবার প্রধানমন্ত্রীর কাছে শপথ নিবেন সিলেটের চার জেলা পরিষদের চেয়ারম্যানরা

নিউজ ডেস্ক- জেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের নবনির্বাচিত চার চেয়ারম্যান সোমবার শপথ গ্রহণ করবেন। ওইদিন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন এ বিভাগের সদস্য পদে বিজয়ীদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপসচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে মূল শপথ অনুষ্ঠান স্থলে নির্বাচিত সকল চেয়ারম্যান ও সদস্যরা কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস, কিংবা মোবাইল ফোন নিয় ঢুকতে পারবেন না। তাদের প্রত্যেকেরই করোনা পরীক্ষা দিয়ে শপথ পাঠ অনুষ্ঠানে যেতে দিকনির্দেশনা দেয়া হয়েছে।

জানা যায়, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। অ্যাডভোকেট নাসির উদ্দিন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সমর্থিত প্রার্থী। মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। তিনি এরআগে জেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

তবে সুনামগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই করে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুল হুদা মুকুট। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা পূর্বের মতো এবারও দলীয় বিদ্রোহী হয়ে জয়লাভ করেন। তিনি মাত্র ৮ ভোট বেশি পেয়ে জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী।

উল্লেখ্য, ১৭ অক্টোবর সারাদেশের ৫৯ টি জেলা পরিষদে ভোটগ্রহণ হয়।

Back to top button