খেলাধুলা

ফাইনালে টস জিতল ইংল্যান্ড

আজ রবিবার ১৩ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্র‍্যান্ড ফাইনাল। মুখোমুখি হবে ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড-পাকিস্তান। লড়াইটা শুধু ইংল্যান্ড-পাকিস্তানের নয়, লড়াইটা ইউরোপ-এশিয়ার। যদিও আছে বৃষ্টির সম্ভাবনা, তবে সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হবে। ইতিমধ্যে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

পাকিস্তানের সাম্ভাব্য একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জশ বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান/ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড/ক্রিস জর্ডান, আদিল রশিদ।

Back to top button