রাজনীতি

নতুন করে ক‌মি‌টি না দি‌তে ছাত্রলীগ‌কে নি‌র্দেশ

নিউজ ডেস্ক- কাউন্সিলের তারিখ ঘোষণা হওয়ার পর নতুন করে ছাত্রলীগের আর কোনও কমিটি ঘোষণা না ক‌র‌তে সংগঠনটির শীর্ষ নেতৃত্বকে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ধানম‌ন্ডি‌তে আওয়ামী লীগ সভা‌নেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির এক সভায় এ কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। নতুন করে ছাত্রলীগ যাতে আর কোনও কমিটি ঘোষণা না করে তার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনও জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি; কোনও শাখার কাগুজে কমিটি দিতে পারবে না।

Back to top button