রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃত্বে রাহি-শাওন
নিউজ ডেস্ক- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ শাখায় সম্মলিত চিকিৎসা বিজ্ঞান শাখা ছাত্রলীগের মেয়াদোর্ত্তীণ কমিটি বিলুপ্ত করা হয়েছে।
একই সাথে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে আগামী ১ বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট অনুমোদন দিয়েছে সম্মলিত চিকিৎসা বিজ্ঞান শাখা কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (১১নভেম্বর) সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানু রহমান সুমন ও সাধারণ সম্পাদক আশিক হাসান স্বাগত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী সভাপতি শাহরিয়ার আলম রাহি, সহ-সভাপতি ফারজানা মাহজাবিন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক সামন্ত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তানজিম আহমেদ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক তানিম সরকার পলাশ।