বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে উচ্চশব্দে উঠছে গ্যাস, আ ত ঙ্কি ত না হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদকঃ হঠাৎ উচ্চস্বরে বিমান চলাচলের মতো শব্দ অনেক্ষন থাকায় বিয়ানীবাজার দক্ষিনাঞ্চলের অনেক মানুষ এনিয়ে আতংকিত হয়ে পড়েন। এনিয়ে প্রতিবেদককে কয়েকজন ফোন করে জানালে খবর নেয় বিয়ানীবাজার টাইমস।

জানা যায়, বিয়ানীবাজার গ্যাস কুপের পরিত্যাক্ত দুই নং কুপে গ্যাস উত্তোলনের পরীক্ষা শুরু হয়েছে তাই এরকম শব্দ হচ্ছে। জনস্বার্থে এটি মাইকিং করে জানানো হয়েছে।

বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের অপারেশন ম্যানেজার আব্দুর রহমান রুমী বিয়ানীবাজার টাইমসকে বলেন, রাত এক ঘটিকা এরকম উচ্চস্বর হবে, এতে আতংকিত হবার কিছু নেই।

Back to top button