স্পেনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্পেন বিএনপি’র আলোচনাসভা

স্পেন প্রতিনিধিঃ স্পেনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্পেন বিএনপি’র উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপুত রেস্টুরেন্টে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি স্পেন শাখার সভাপতি মোজাম্মেল হক মনু’র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় স্পেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন,ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা লাভ করে।
দীর্ঘ ৬ বছরের শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের বাক স্বাধীনতা নিশ্চিত, দেশকে তলা বিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী ও জাতিকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
কোন ষড়যন্ত্রই জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে পারবেনা। বিপ্লবের চেতনায় উদ্ভাসিত হয়ে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবেই। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বি এন পি’র সিনিয়র সহ সভাপতি নুর হোসেন পাটোয়ারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন স্পেন বি এন পি’র সহ সভাপতি জামাল উদ্দিন মনির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন সহ সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু।
শুরুতে কুরআন তিলাওয়াত করেন আলামিন পালোয়ান ও স্বাগত বক্তব্য রাখেন স্পেন যুবদলের সাধারণ সম্পাদক শাওন আহমদ।অন্যদের মধ্যে বক্তব্যদেন বিএনপি স্পেন শাখার সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল , সহ সভাপতি হেমায়েত খান, এস এম আহমেদ মনির,সোহেল আহমদ সামছু, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্পেন যুবদলের সভাপতি কাজী জসিম,বিএনপি স্পেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি,যুবদলের সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদ আলী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক মনু বলেন, ‘যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, এর ইতিহাসে ৭ নভেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে থাকবেই।৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশে-বিদেশে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।