খেলাধুলা

সাকিব-সোহানদের কোচ হচ্ছেন জিম্বাবুয়ের তাতেন্দা তাইবু

নিউজ ডেস্ক- তাতেন্দা তাইবু, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে পরিচিত এক নাম। জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে বহু ম্যাচ খেলেছেন। বহু ম্যাচে মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানেরও। এবার সেই সাকিবের দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন তাইবু।

আসন্ন টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের সহকারী কোচ দেখা যাবে তাইবুকে। বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্স বিষয়টি নিশ্চিত করেছে। ফ্র্যাঞ্চাইজিটির আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান।

এছাড়াও গত সেপ্টেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ভেড়ায় বাংলা টাইগার্স।

বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব রয়েছেন সাবেক বাংলাদেশ দলের ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু। ওই দিন বাংলা টাইগার্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পাতায় এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে তারা লিখেছে, ‘জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।’

Back to top button