খেলাধুলা

শ্বশুরবাড়ি পর্যন্ত লম্বা পতাকা টানালেন মিন্টু

নিউজ ডেস্ক- বিশ্বকাপ ফুটবল আসরের আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন বিশ্বকাপে নিজ নিজ দলের সমর্থকেরা। উন্মাদনায় জেলা শহরের মধ্যপাড়া তালতলা এলাকার একটি ভবন ছেলের চাওয়া থেকে বাবা সম্পূর্ণ আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করেছেন। এমন উন্মাদনায় এবার যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউপির খাল্লা গ্রামের পশ্চিম পাড়ার আবু কাউসার মিন্টু। মিন্টু নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথ দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়েছেন। নিজের জায়গা বিক্রি ও স্ত্রীর জমানো টাকা দিয়ে মিন্টু এ পতাকা তৈরি করেন। প্রতিদিন এ পতাকা দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ভিড় করছেন। তার এ পতাকা টানানো এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
জানা যায়, উপজেলার দড়িকান্দি ইউপির খাল্লা গ্রামের পশ্চিম পাড়ার হাজী আবুল হাশেমের ছেলে আবু কাউসার মিন্টু। ১৯৯৮ সালে মিন্টু জীবনের তাগিদে দক্ষিণ কোরিয়া যান। ২০০২ সালে ফুটবল বিশ্বকাপের আসর দক্ষিণ কোরিয়ায় হয়। সে সময় মাঠে বসে মিন্টু দক্ষিণ কোরিয়ার ফুটবল খেলা উপভোগ করেন। সে সময় থেকেই দক্ষিণ কোরিয়া ফুটবল দলকে সার্পোট করতে থাকেন। সেই সার্পোট থেকেই সে দক্ষিণ কোরিয়া ফুটবল দলের প্রেমে পড়ে যান। ২০০৬ সালে মিন্টু ছুটিতে দেশে এসে পাশের ইউপি তেজখালীর পশ্চিম পাড়ার সাবিনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী মিন্টুর দক্ষিণ কোরিয়া দলের প্রতি ভালোবাসা দেখে সাবিনাও দক্ষিণ কোরিয়া ফুটবল দলকে সাপোর্ট করেন।

২০১৩ সালে মিন্টু প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফেরি আসেন। দেশে ফিরে গাজীপুরে ছোট একটি ব্যবসা শুরু করেন তিনি। প্রবাস জীবন থেকে ফেরার পরও দক্ষিণ কোরিয়া ফুটবল দলের প্রতি বিন্দুমাত্র ভালোবাসার কমতি নেয় তার। ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে রাজধানী বিমানবন্দর এলাকায় ওভারব্রিজে এক হাজার ফুট লম্বার দক্ষিণ কোরিয়া ফুটবল দলের পতাকা ঝুলিয়েছিলেন তিনি। এতে তার মন ভরেনি। এরপর মিন্টু ও তার স্ত্রী সাবিনা সিদ্ধান্ত নেন ২০২২ বিশ্বকাপ আসরে দেশে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় পতাকা টানাবেন তারা। এরপর থেকে মিন্টুর স্ত্রী সাবিনা আলাদা ৮টি মাটির ব্যাংকে টাকা জমানো শুরু করেন। এমনভাবে তারা দক্ষিণ কোরিয়ার প্রতি ভালোবাসা দেখাতে তারা প্রতিদিন দক্ষিণ কোরিয়ার পতাকা যুক্ত প্লেটে খাবার খান, পানি পান করেন দক্ষিণ কোরিয়ার পতাকা যুক্ত মগে ও টাকা জমিয়েছিলেন যে মাটি ব্যাংকে তাও দক্ষিণ কোরিয়ার পতাকা যুক্ত।

২০২২ ফুটবল বিশ্বকাপ আসায় দক্ষিণ কোরিয়ার পতাকা বানানোর উদ্যোগ নেন। পতাকাটি প্রায় ৪ কিলোমিটার লম্বা। মিন্টুর বাড়ি থেকে তার শ্বশুরবাড়ি পর্যন্ত। এ পতাকা তৈরি করতে মিন্টু দম্পতির খরচ পড়েছে ৫ লাখ টাকা। সাবিনা বেগম তার জমানো ৮টি মাটির ব্যাংক জমানো ১ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু এই জমানো টাকাতে পতাকাটি বানানো সম্ভব না হওয়ায় মিন্টু তার পৈতৃকভাবে পাওয়া একটি আমের বাগান বিক্রি করে দেন। জমি বিক্রি থেকে ৩ লাখ ২০ হাজার টাকা পতাকা তৈরি বাবদ ব্যয় করেন। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত স্থানীয়দের সহায়তায় পতাকাটি মিন্টু নিজ বাড়ি থেকে তার শ্বশুরবাড়ি পর্যন্ত ঝুলিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অনিক মিয়া বলেন, মিন্টু ভাই অনেক বছর দক্ষিণ কোরিয়ায় ছিল। ২০১৩ সালে মিন্টু ভাই দেশে আসার পর আর দক্ষিণ কোরিয়া আর যাননি। কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। সে ভালোবাসা থেকে ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে সাপোর্ট করে সে এত বড় পতাকা লাগিয়েছে। আমরা জানতে পেরেছি সে তার শখের আম বাগান বিক্রি করে এ পতাকার জন্য টাকার জোগাড় করেছে। সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। পতাকা লাগানোর কাজে আমরাও সাহায্য করছি। আমরা আশা করি এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ভালো একটি ফলাফল করবে।

মো. সোহাগ মিয়া বলেন, দীর্ঘদিন দক্ষিণ কোরিয়াতে থাকায় আবু কাউসার মিন্টু দেশটিকে ভালোবাসে। কোরিয়ার খেলা হলেই তিনি বাড়িতে পতাকা ঝুলাতেন। তিনি চান দক্ষিণ কোরিয়ার মানুষ বাংলাদেশটাকে চিনুক ও জানুক। বাংলাদেশের সঙ্গে কোরিয়া সম্পর্ক আরো সুসংগঠিত হোক।

ফরিদ মিয়া নামের আরেকজন বলেন, মিন্টু ভাই দক্ষিণ কোরিয়া থাকার সময় থেকে দেশটির ফুটবল দলের ভক্ত। তিনি বলেছিলেন, ইতিহাসের সবচেয়ে বড় পতাকা তিনি তৈরি করবেন। আমরাও বলেছি তৈরি করেন। সারাদেশ আপনার এ পতাকার কথা জানুক।

আবু কাউসারের স্ত্রী সাবিনা বেগম বলেন, আমাদের বিয়ে হয়েছিল ২০০৬ সালে। এরপর থেকেই আমার স্বামী দক্ষিণ কোরিয়া সম্পর্কে অনেক কথা জানিয়েছেন। তারপর থেকে আমিও দক্ষিণ কোরিয়া ফুটবল দলকে সাপোর্ট করি। আমাকেও দক্ষিণ কোরিয়া নিয়ে যাওয়ার কথা ছিল। দক্ষিণ কোরিয়ার প্রতি ভালোবাসা থেকে চার বছর মাটির ব্যাংকে জমানো টাকা ও আম বাগান বিক্রির টাকা দিয়ে এ পতাকা বানিয়ে ঝুলিয়েছে।

আবু কাউসার মিন্টু বলেন, প্রথম যখন বিশ্বকাপ দেখেছিলাম, তখন দক্ষিণ কোরিয়া দলের আঞ্জুয়ান নামের এক খেলোয়ার দুর্দান্ত খেলেছিল। এরপর থেকেই মূলত আমি দলটির ভক্ত হয়ে যাই। প্রবাস থেকে ফিরলেও দক্ষিণ কোরিয়ার প্রতি আমার ভালোবাসা কমেনি। গত বিশ্বকাপেও আমি রাজধানীর বিমান বন্দর এলাকায় ওভারব্রিজে এক হাজার ফুট দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা ঝুলিয়েছিলাম। কিন্তু এতে আমার মন ভরেনি।

এর পরেই আমি ও আমার স্ত্রী সিধান্ত নেয় ২০২২ বিশ্বকাপ আসরে বড় পতাকা টানানোর। ২০১৮ সালের পর থেকেই আমার স্ত্রী মাটির ব্যাংকে টাকা জমানো শুরু করেন। মাটির ব্যাংকে জমানো ১ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু এ জমানো টাকাতে পতাকাটি বানানো সম্ভব না হওয়ায় পৈতৃকভাবে পাওয়া একটি আমের বাগান বিক্রয় করে দেই। জমি বিক্রি থেকে ৩ লাখ ২০ হাজার টাকা মোট ৫ লাখ টাকা ব্যয়ে পতাকাটা তৈরি করা হয়। আমি চাই আমার এ পতাকার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার মানুষ বাংলাদেশকে ভালোভাবে জানবে ও চিনবে।

Back to top button