বিনোদন

নিউইয়র্কে ৪টি বাড়ির মালিক কাজী মারুফ

নিউজ ডেস্ক- ঢাকাই সিনেমার অভিনেতা কাজী মারুফ দীর্ঘদিন ধরেই সিনেমার বাহিরে আছেন। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে আমেরিকার নিউইয়র্কে বসবাস করছেন। বুধবার মারুফ জানালেন, এখন নিউ ইয়র্কে তার মালিকানাধীন চারটি বাড়ি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাড়িগুলোর ছবিও প্রকাশ করেন।
ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউ ইয়র্কে। বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। আমি সব সময় দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার যে দেশ থেকে টাকা নিয়ে আসব।

মারুফ জানালেন, দেশের প্রতি তার টান এখনো সমান। ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হলে তিনি বলেন, আমারও বাংলাদেশে থাকতে ইচ্ছা করে।

উল্লেখ্য, মারুফ বর্তমানে ‘গ্রিন কার্ড’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন। এটি তার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। অভিষেক সিনেমা ‘ইতিহাস’-এর মাধ্যমে জিতে নেন জাতীয় পুরষ্কার। বাবা কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’ সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।

Back to top button