মৌলভীবাজার

কুলাউড়ায় পাওনা টাকার জেরে খু ন রাজনগরের ফল ব্যবসায়ী, ঘা ত ক আটক

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলউড়ায় মুন্সি জয়নাল মিয়া হত্যা মামলার মূল আসামি মো: মসনবী উর রাহিম প্রকাশ মুছা পুলিশের হাতে আটক হয়েছে।

বৃৃহস্পতিবার (১১ নভেম্বর) কুলাউড়া থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গৌরাং গোলা গ্রাম থেকে মুন্সি জয়নাল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো: মসনবী উর রাহিম মুছাকে গ্রেপ্তার করে।

এর আগে অফিসার ওসি মো: আব্দুছ ছালেক এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: নাঈমুল হাসান তাৎক্ষনিক অভিযান চালিয়ে মামলার আসামি শরীফ মিয়া ও মনু মিয়াকে গ্রেপ্তার করেন। কুলাউড়া থানা সুত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৫টা ৪০মিনিটের সময় মামলার প্রধান আসামি পাচপীর গ্রামের সামসুল আলমের ছেলে মো: মসনবী উর রাহিম মুছা জেলার রাজনগর উপজেলার টেংরা বাজারে ফল ব্যবসায়ী মুন্সি জয়নাল মিয়াকে কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের রঙ্গিরকুল গ্রামের নয়াবাগিচা মোস্তফা মিয়ার বাংলোর পাশে ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে পেটে আঘাত করে স্থানীয়রা মুন্সি জয়নাল মিয়াকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নেওয়অর পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত মুন্সি জয়নাল মিয়ার ছেলে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত মুন্সী জয়নাল মিয়ার কাছে টাকা পাওনার জের ধরে তাকে হত্যা করা হয় বলে আটক আসামিরা পুলিশের কাছে স্বীকার করেন।

Back to top button