সিলেটে গণসমাবেশ সফল করতে বিএনপির পোস্টার ও লিফলেট বিতরণ

টাইমস ডেস্কঃ সিলেটে ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।
বুধবার নগরীতে দিনভর পোস্টার ও লিফলেট বিতরণ করেন নগর বিএনপির নেতারা।
এ সময় নগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, সরকার অবৈধভাবে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ফলে দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও সালেহ আহমদ, কমিটির সদস্য মাহবুব চৌধুরীসহ বিএনপি নেতারা।
এদিকে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, দেশে আজ খাদ্য সংকট; নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে। এর মূল কারণ রিজার্ভ সংকট। নিত্যপণ্যের অনেক দ্রব্যই আমদানিনির্ভর, কিন্তু দেশে রিজার্ভের অভাবে ব্যাংকগুলো আমদানির জন্য এলসি খুলতে পারছে না। দেশের মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়।
বুধবার বিভাগীয় গণসমাবেশ সফলে জৈন্তাপুর বাজারে উপজেলা বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ।
এতে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা হাসান আহমদ, শামীম আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক, কামরুল হাসান, আবু তাহের, সাঈদ আহমদ, আহাদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, বাহারুল ইসলাম প্রমুখ।