মাহিকে নিয়ে গুঞ্জন সত্যি

বর্তমান সময়ের তরুণ যে কজন অভিনেত্রী রয়েছেন তারমধ্যে সামিরা খান মাহির নামটি বেশ সগৌরবে চলে আসে। নিপুণ অভিনয় ও হাসি দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এখন ব্যস্ততা তার সকল অভিনয় নিয়ে। তবে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়ে বেশ গুঞ্জন চলছিল মিডিয়াপাড়ায়।
অবশেষে সেই গুঞ্জনই হলো সত্যি। তিনি নিজেই জানালেন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। বুধবার (৯ নভেম্বর) ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
বর্তমানে দেশের অনেক তারকাই গ্রিন কার্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে আপাতত মাহির এ ধরণের কোনো ইচ্ছে নেই। শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্যই তার এ ভিসা প্রাপ্তি।
এ প্রসঙ্গে মাহি বলেন, “আসলে দেশটিতে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। অবশেষে ভিসাটা হয়ে গেল। ভীষণ ভালো লাগছে। এখন সুবিধা মতো সময়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করব। আমি ঘুরতে ভালোবাসি। আশা করছি খুব শিগগিরই দারুণ হবে এই ভ্রমণটি।”
প্রসঙ্গত, বাংলাদেশের শোবিজে বর্তমানে যে কজন অভিনেত্রী সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। তরুণ এই অভিনেত্রী এরইমধ্যে নাটক-টেলিফিল্মে নিজের জাত চিনিয়েছেন।