সুনামগঞ্জ

সুনামগঞ্জে মানব পা চা র কা রী র খপ্পরে পড়ে লা শ হলেন আকবর

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দালালের খপ্পরে পড়ে নি:শ্ব হচ্ছে অসহায় পরিবার। গত ৫ দিন ধরে সৌদির মরুভূমিতে লাশ পড়ে রয়েছে। দেশে ফিরিয়ে আনতে লাশ বাবা মা ঘুরছেন দ্বারে দ্বারে।

সম্প্রতি উপজেলার সিরাজপুর গ্রামের মৃত রহিছ উদ্দিনের ছেলে জালাল উদ্দীন ও সৌদি আরবে থাকা তার ছেলে শহিদ মিয়ার খপ্পরে পড়ে মরুভূমিতে খেয়ে না খেয়ে তালাবদ্ধ ঘরে আটকে থাকায় অসুস্থ হয় আকবর। পরে বিনা চিকিৎসায় আকবর হোসেন (২৩) নামের এক প্রবাসী যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহত আকবর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর পূর্ব পাড়া পেটনি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। ৫ নভেম্বর শনিবার বাংলাদেশ টাইম ১টার দিকে কাজের অভাবে দুর্গম মরুভূমিতে দীর্ঘদিন অনাহারে, অর্ধাহারে, বিনা চিকিৎসায় ৪ জনের মধ্যে মো. আকবরের মৃত্যু হয়। পরে নিহত আকবরের সঙ্গে বদ্ধঘরে আটকা থাকা একই গ্রামের অপর তিন যুবক মৃত্যুর সংবাদটি মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারকে অবগত করে এবং তাদেরকে বদ্ধঘর থেকে জীবিত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আকুতি জানায়।

মরুভূমির বন্ধঘরে আটক যুবকরা হলেন, সিরাজপুর পূর্ব পাড়া গ্রামের মুতিন মিয়ার ছেলে শামীম (২৫), মিরাজ আলীর ছেলে নুর আলম (২৩) ও বজলুর রহমানের ছেলে রাসেল মিয়া (২৪)।এছাড়াও দালালের খপ্পরে পড়ে গত দেড়মাস ধরে নিখোঁজ রয়েছেন একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে উসমান গণি (২৩) ও পাশ্ববর্তী আমড়িয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৫)।

আকবরের মৃত্যুর খবর শোনার পর থেকে শোকে কাতর হয়ে গেছে তার পুরো পরিবার। ছেলের এমন অমানবিক মৃত্যুর কথা শুনে অসুস্থ হয়ে পড়েছেন তার মা। কাঁদতে কাঁদতে বার বার মুর্ছা যাচ্ছেন তার ভাই ও বোন। এমন করুন মৃত্যুর সংবাদে তার বাড়িতে ছুটে আসছেন আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা। এ ঘটনায় নিহত আকবরের বড় ভাই আব্দুস ছালাম বাদি হয়ে দালাল জালাল উদ্দীন তার স্ত্রী রাজিয়া খাতুন ও ছেলে শহিদ মিয়াসহ ৫ জনের নাম উল্লেখ করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা করেছেন। এরপর থেকেই ডাকা দিয়েছে দালাল জালাল উদ্দীন।
জানা যায়, অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনতে ৫ ভাইয়ের মধ্যে সবার ছোট মো. আকবরকে সৌদি আরবে পাঠায় তার পরিবার। এইচএসসি পাশ করে কিস্তি ও জমি বিক্রির টাকায় গত মার্চ মাসে বিদেশ পাড়ায় জমান আকবর। একই গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে সৌদিপ্রবাসী শহিদ মিয়ার মাধ্যমে গ্রামের ৪ জন যুবক একসাথে বিদেশে যান। কোম্পানির ভিসায় ৪ লক্ষ টাকার চুক্তিতে সৌদি গিয়ে ৩ মাস পর সেখানে অবৈধ হয়ে যায় তারা। সৌদি প্রবাসী দালাল শহিদ তাদের আকামা লাগিয়ে কাজ পাইয়ে দেয়ার কথা বলে সবাইকে নিয়ে যায় মরু ভূমিতে। কাজ পেতে টাকা লাগবে বলে দেশে তাদের পরিবারের কাছ থেকে আরও অতিরিক্ত টাকা নেয় শহিদের বাবা মো জালাল উদ্দিন।

এদিকে এক সঙ্গে থাকা রাসেল, নুর আলমসহ বাকি ৩ জনেরও একই অবস্থা। বেঁচে থাকার প্রয়োজনীয় রসদ পাচ্ছেন না বলে জানিয়েছেন তারা। দুঃখে কষ্টে মানবেতর জীবন করছেন জানিয়ে বিদেশ থেকে দেশে ফেরার আকুতি জানিয়ে পরিবারের কাছে ভিডিও পাঠিয়েছেন তারা। আকবরের মৃত্যুর পর তারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। আকবরের বাড়িতে এসে কেঁদে কেঁদে ছেলেদের আসার অপেক্ষা করছেন তাদের বাবা মা। তাদের এখন একটাই দাবি দ্রুত জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে দেয়া হোক তাদের সন্তানদের।

আব্দুস সালাম বলেন, কোম্পানির কাজ দিবে বলে ৪ লক্ষ টাকা দিয়ে আমার ভাইকে বিদেশ নিয়েছে। কোম্পানিতে না নিয়ে কয়েকদিন দালালের বাসায় রাখছে। পরে আমার ভাইকে নিয়ে গেছে মরুভূমিতে। সেখানে তাদের কোনো খাবার, কাপড়, চিকিৎসা কিছুই দেয়া হয়নি। মরুভূমিতে আমার ভাই না খেয়ে মারা গেছে। প্রধানমন্ত্রীর কাছে দাবি আমার ভাইয়ের লাশটা দেশে নিয়ে আসতে চাই।

আকবরের পিতা আব্দুল মোতালিব বলেন, জালাল উদ্দিন ও তার বউ আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমার ছেলেকে বিদেশ পাঠিয়েছে। আকাম দিবে দিবে বলে আকামা দেয়নি। খুব কষ্টে জীবন পার করছে আমার ছেলে। মরুভূমি পাঠাইয়া কোনো খোঁজ খবর নেয়নি। খাবার নাই, বিছনা নাই, পানি নাই। একটা রুটি ৪ জনে ভাগ করে খেয়েছে। কলিজা ফেটে গেছে আমার। এখন আমার ছেলের লাশটা চাই, নিজ হাতে ছেলেকে মাটি দিতে চাই।

নুর আলমের বাবা মিরাজ মিয়া বলেন, জালাল আর শহিদকে প্রথমে দিয়েছি ৪ লাখ টাকা। আকামা লাগাবে বলে পরে আরও ২০ হাজার দাবি করলে ১৫ হাজার টাকা দিয়েছি। এরপর মক্কা থেকে আমার ছেলেকে মরুভূমি নিয়ে গেছে। সেখানে তারা ৪ জনের মধ্যে একজন মারা গেছে।

অভিযুক্ত জালাল উদ্দিনের স্ত্রী ও শহিদের মা রাজিয়া খাতুন বলেন, সৌদিতে তাদের কাজের পাইয়ে দিতে এক জাযগা থেকে অন্য জাযগায় নিতে অতিরিক্ত টাকা লেগেছে। তবে আকবরের মৃত্যুতে নিজেও ব্যথিত বলে এটাকে স্বাভাবিক মৃত্যু দাবি করেন তিনি।

পুলিশ সুপার মো এহসান শাহ বলেন, আমি অভিযোগের বিষয়ে জেনেছি। শুনেছি ওই এলাকার ৪ জনকে যে স্টেটাসে পাঠানোর কথা ছিলো তা করা হয়নি। চাকরি দেয়ার কথা বলে নিলেও চাকরি দিতে পারেনি। অনাহারে, কষ্টে, মানবেতর জীবন করেছে। তদন্ত করে বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।

Back to top button