বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রশিক্ষণ কার খাদে

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের ঈদগাহবাজার-নালবহর সড়কের খলাগ্রাম এলাকায় একটি প্রশিক্ষণ কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মাথিউরা ইউনিয়নের জনবহুল এ সড়কটি অপ্রসস্থ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় একটি প্রশিক্ষণ কার (সিলেট ১১-৭৪৯৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি কালবার্টের রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে শুরু কারের চালক ছিলেন।

স্থানীয়রা জানান, ফাকা সড়কে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক অক্ষত ছিলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারটি খাদের পানিতে ভাসমান অবস্থায় রয়েছে।

খলাগ্রাম এলাকার ছফর উদ্দিন বলেন, মাথিউরা ইউনিয়নের মধ্যভাগের এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটি অপ্রসস্থ থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। সড়ক দিয়ে চলাচলকালে ছোট বড় অনেক যানবাহন সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। তিনি বলেন, গত কয়েক বছরে এ সড়কে চলাচলকারি বেশ কিছু মাইক্রো, অটোরিক্সা খাদে পড়ে যাত্রি চালক আহত হয়েছেন। তিনি সড়কটি প্রসস্থ করে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধে দায়িত্বশীলদের ব্যবস্থা নেয়া আহবান জানান।

Back to top button