সারাদেশ

শাহজালাল বিমানবন্দরে সোনাসহ আ ট ক এক

নিউজ ডেস্ক- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি সোনার বার ও ১ কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ হোসেন মাহমুদ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাকে আটক করে। হোসেন মাহমুদ ফেনীর বারোইয়া গ্রামের মো. নূর নবীর ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের একটি গোয়েন্দা দল শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকায় মাহমুদকে আটক করে।

স্বর্ণালঙ্কার ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী তার কাছ থেকে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা মূল্যের তিনটি ল্যাপটপ ও দুটি আইফোন জব্দ করেছে।

এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান মোহাম্মদ জিয়াউল হক।

Back to top button