গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ১৫০ পিস ই য়া বা স হ যুবক গ্রে প্তা র

নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ লিটন আহমদ (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরও ২ জন পালিয়ে যায়।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার চৌমুহনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা বহনের কাজে ব্যাবহৃত একটা প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া বাঙ্গালীগুল গ্রামের লুবান আহমদের ছেলে। পালিয়ে যাওয়ার দুই আসামির মধ্যে মো. এমরান হোসেন টিপু আমুড়া নোয়াটুল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। অপরজন আমুড়া গ্রামের মো. মফিক আলীর ছেলে ফখরুল ইসলাম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার চৌমুহনীতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহত একটি সাদা রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৭৯২৯) জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তিতে পালিয়ে যাওয়া দুই আসামির নাম জানা যায়৷

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন

Back to top button