মিঠা পানির বদলে উঠছে লবণাক্ত আর গরম পানি

চাঁপাইনবাবগঞ্জে মিঠা পানির বদলে উঠছে লবণাক্ত আর গরম পানি। পৌরসভার কয়েকটি এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। স্তর নেমে গেছে একহাজার ফুট গভীরে আর সেখানে মিলেছে পাথরের স্তর। এ অবস্থায় ।
পানির মান পরীক্ষা করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর জানান, পানির ঘনত্ব বিশ্লেষণে দ্রবীভূত কঠিন পদার্থের মিশ্রণের পরিমাণ রয়েছে ১৭১০ মাল্টিমিটার। বাংলাদেশের সুপেয় পানিতে এর স্বাভাবিক মান ১০০০ মাল্টিমিটার। যা আদর্শ পরিমাণের চেয়ে প্রায় দ্বিগুণ। ফলে পানিকে করে তুলেছে লবণাক্ত এবং উষ্ণ। এ অবস্থা পৌরসভার জোড় বাগান, রেহাইচর, শিবতলা, রাজারামপুর, নামোশংকরবাটীসহ কয়েকটি এলাকায়।
নদীমাতৃক মিঠা পানির অঞ্চলে হঠাৎই লবণ পানির প্রস্রবণ ভাবিয়ে তুলেছে এলাকার বাসিন্দাদের। বাসা বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সকলের ভোগান্তির কারণ এই খাবার পানি।
বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপের যথেচ্ছ ব্যবহার আর চরাঞ্চলে পদ্মা মহানন্দা পুর্নভবা নদীর পানির প্রবাহ কমে যাওয়ায় পরিবেশগত এ বিপর্যয় বলছেন সংশ্লিষ্টরা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার বলেন, আমরা প্রাথমিকভাবে পানির বর্তমান অবস্থা পরীক্ষা করেছি। সেটি পরীক্ষা করে দেখা গেছে পানির ডিপ লেয়ারে লবণ আছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ইমরান হোসেন বলেন, পানিতে লবণাক্ততার বিষয়টি খুবই বিপজ্জনক। আমরা ভয়াবহ দুর্যোগের আশঙ্কা করছি।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম চালু করতে পারলে সুপেয় পানির সমস্যার অনেকটা সমাধান হবে।
মিঠা পানির অঞ্চলে লবণাক্ত আর উষ্ণ পানি ছাড়াও আর্সেনিকের উপস্থিতি বেড়েছে আশঙ্কাজনক হারে।