বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে শনিবার সকাল-বিকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহর ও আশপাশ এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ঘোষণা মাইকিং করে জানিয়ে দেয় দেয় সিলেট পল্লীৎ সমিতি-১।

এ সময় প্রচার মাইকে জানানো হয়, বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ এবং সরবরাহ ও সঞ্চালন লাইনের উপর থাকা গাছ ও গাছের ডালপালা কাটার জন্য ঘোষিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সিলেট-১ এর দায়িত্বশীলরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

Back to top button