বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে গাছ থেকে প ড়ে শ্রমিকের মৃ ত্যু
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের এক পল্লীতে গাছ থেকে পড়ে গিয়ে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামে বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত গাছ কাটা শ্রমিকের নাম দেলোয়ার হোসেন (৩৭)। তিনি বারইগ্রামের আমিন আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারইগ্রাম এলাকার নজিব আলীর বাড়িতে গাছ কাটছিলেন এই শ্রমিক। একটি গাছের অগ্রভাগ কাটার সময় দুর্ঘটনায় গাছ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।