সিলেট
লাক্কাতুরায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৩
নিউজ ডেস্ক- সিলেট মহানগরীর লাক্কাতুরা এলাকায় সাদাপাথর পরিবহনের বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত গুরুতর আহত ৩ জনের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ‘আমি ঘটনার খবর পেয়েছি। আমার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌঁছেছে।’