বোয়াল মাছের নেশায় রাত পার
আশফাক জুনেদ, বড়লেখা: নদীর পাড়ে আসন পেতে বসে আছেন শৌখিন বোয়াল মাছ শিকারি। একসাথে চার পাঁচটি বড়শি ফেলে রেখেছেন নদীতে। বড়শির সুতো গুলো নদীর তীরের নরম এঁটেল মাটিতে গেঁথে রাখা কাটিতে বাঁধা। বোয়াল মাছ টুপ গিললেই কাটিতে টান পড়বে। আর তাথেই শিকারি সুতো ধরে দিবেন টান। ধরা পড়বে নদীর সুস্বাদু বোয়াল। এমনই আশা নিয়ে নদীতে বড়শি পেতে বসে আছেন গ্রামের শৌখিন বোয়াল মাছ শিকারিরা। ঘন্টার পর ঘন্টা কাটির দিকে চেয়ে থাকেন তারা। এই বুঝি টান পড়লো। অনেকে সারা রাতই কাটিয়ে দেন নদীর পাড়ে। এমনই দৃশ্য দেখা গেলো মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সোনাই নদীতে।
সরেজমিনে সোনাই নদীর বোয়ালী, বিহাইডহর, ইটাউরি, ভবানীপুর, চান্দগ্রাম, দৌলতপুর অংশ ঘুরে দেখা যায়, নদীর দুই পাড়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গ্রামের শৌখিন মাছ শিকারিরা বড়শি পেতে বসে আছেন। তাদের সামনে চার পাঁচটি কাটিতে বড়শির সুতো বাঁধা। বড়শির মাথায় টুপ হিসাবে দেওয়া হয়েছে পচা ছোট মাছ, পিঁপড়ার ডিম, পচা শামুক, ময়দার আটা। বোয়াল মাছ সেসব টুপ মুখে নিতেই বড়শিতে আটকা পড়ে। আর তাথেই টান পড়ে কাটিতে। বুঝতে পেরে শিকারি ধীরে ধীরে মাছ টেনে আনেন কিনারে। তবে এই পদ্ধতিতে মাছ ধরতে দিতে হয় চরম ধৈর্যের পরিক্ষা। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় নদীর পাড়ে । অনেকে টানা ১৫-২০ দিন পর শিকার করতে পারেন মাত্র একটি মাছ।
শিকারিরা জানান , শীতকালে নদীর পানি কমতে শুরু করলে এই পদ্ধতিতে বোয়াল মাছ শিকার করার জন্য সৌখিন ও পেশাদার বোয়াল মাছ শিকারিরা নদীর পাড়ে বড়শি নিয়ে বসেন। এসময় অনেক প্রবাসীরাও দেশে আসেন।
এই পদ্ধতিতে মাছ ধরতে বিশেষ ধরনের বোয়ালের বড়শির প্রয়োজন হয়। টুপ হিসাবে পচা ছোট মাছ ও পিঁপড়ার ডিম ব্যবহার করা হয়। বড়শিতে টুপ লাগিয়ে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। এজন্য অনেকে চায়ের ফ্লাক্স ও শীত নিবারণের জন্য চাদর মুড়ি নিয়ে বসেন। কেউ কেউ মাছের নেশায় রাতের খাবারও নদীর পাড়ে বসে খান।
আব্দুল খালিক নামের এক শৌখিন মাছ শিকারী বলেন, ‘ আগে প্রবাসে ছিলাম। শীতকালে প্রবাস থেকে দেশে ছুটিতে আসলেই আমি শখের বসে মাছ শিকারে আসতাম। তবে আমি কোন পেশাদার মাছ শিকারি না। বর্তমানে দেশে চলে আসার পর থেকে প্রতিবছরই বোয়াল মাছ শিকারের জন্য রাতে বড়শি নিয়ে নদীর তীরে বসি। এটা একধরনের নেশা। সারারাত থাকবো। ফজরের দিকে বাড়ি ফিরবো।’
ফারুক আহমদ নামের একজন বলেন, ‘ আমি পাঁচ বছর থেকে বোয়াল মাছ শিকার করছি৷ আমার ভালো লাগে৷ গত পরশু আমার বড়শিতে একটি বোয়াল ধরা পড়েছে। বড়শিতে মাছ ধরা পড়লে উৎসাহ কয়েকগুণ বেড়ে যায়। আজ সারারাত থাকবো। রাতে বড়শিতে মাছ ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকে। ‘
আব্দুল মান্নান নামের একজন বলেন, ‘ আগে সোনাই নদীতে প্রচুর বোয়াল মাছ ধরা পড়তো। মাছ ধরার আলাদা একটা আনন্দই ছিলো৷ কিন্তু এখন আর আগের মতো নদীতে মাছ নেই। তাই যেতেও ভালো লাগেনা। তবে অনেকেই শখ আর নেশায় এখনও বড়শি পাতেন। ‘