আন্তর্জাতিক

এসাইলাম সিস্টেম ব্রিটিশ সরকারের গলার কাঁটা

কেন্টের মেন্সটন বিমানবন্দরের কাছাকাছি স্থানে অস্থায়ী মাইগ্রেনট প্রসেসিং সেন্টারের দৃশ্য এটি। এখানে প্রায় চার হাজার মাইগ্রেনট অন্যত্র স্থানান্তরের অপেক্ষায় আছেন। এই প্রসেসিং সেন্টারে কোনো মাইগ্রেনটের ৪৮ ঘণ্টার বেশী থাকার কথা নয়। কিন্তু এক মাস যাবত এখানে বসবাস করছেন, এমন অনেকে আছেন। এদের মধ্যে রয়েছেন নারী ও শিশু। প্রসেসিং সেন্টারের মাইগ্রেনরা তাই ফ্রিডম-ফ্রিডম স্লোগান দিয়ে তাদের অধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানাচ্ছে।

এই মাইগ্রেনট ক্যাম্প পরিদর্শন করে কর্মকর্তারা জানিয়েছেন, এখানকার অবস্থা বসবাসের অযোগ্য। চর্মরোগ স্কেইবি সংক্রমিত হচ্ছে, ডিপথেরিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে এবং এমআরএসএ ব্যাকটেরিয়ার অস্তিত্ব আছে এখানে।

এখানে যারা আছে, তাঁরা বসবাস করছে তাঁবুর নীচে; মেঝেতে বিছানা হিসেবে ব্যবহার করছে ক্যাম্পিং মেট। গত বছরই সরকারের মন্ত্রীদের এই বলে সতর্ক করেছিলেন হোম অফিসের কর্মকর্তারা যে, এ বছর ৬০ হাজারের মতো মাইগ্রেনট ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করতে পারে। অক্টোবর এবং নভেম্বর মাসে সবচেয়ে বেশী চ্যানেল পাড়ি দেয়ার ঘটনা ঘটতে পারে। কারাগার পরিদর্শকেরাও সরকারকে বলেছিলেন, মাইগ্রেনট ক্যাম্পগুলকে নিয়ে আগে থেকে প্রস্তুতি নিতে হবে।

রবিবার প্রায় এক হাজার মাইগ্রেনট চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে; সোমবার অবশ্য একজন আসেনি। তবে মাইগ্রেনটদের আগমন থেমে থাকবেনা। ইংল্যান্ডের উপকূলের বাসিন্দাদের জন্য মাইগ্রেনদের এই আগমন দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে।

আট দিন আগে ডোভার উপকূলে দুটি মাইগ্রেট বোট এসে ভিড়ে। এরপর তাঁরা নিকটবর্তী জঙ্গলে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পরে ১৬ বছর বয়সের এক অসহায় আলবেনিয়ান বালক সু ডয়েল নামের এই মহিলার ঘরের বসার ঘরে ঢুকে পড়ে। এতে সু ডয়েল ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। পরে পুলিস আসে।

রবিবার মেন্সটন মাইগ্রেনট প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন ইমিগ্রেশন বিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক। তিনি মরিয়া হয়ে এখানে আটকেপড়া মাইগ্রেনটদের জন্য বিকল্প আবাসনের খোঁজ করছিলেন। কিন্তু সোমবার এই ক্যাম্প ছেড়ে যাওয়া একটি কোচকে ছেড়ে যেতে দেখা যায় প্রায় পুরোটা খালি অবস্থায়।

ইস্ট ইয়র্কশায়ারে অবস্থিত হাম্বার ভিউ হোটেলে এসাইলাম সীকারদের স্থানান্ত করতে চেয়েছিল হোম অফিস। কিন্তু স্থানীয় জনগণ হাইকোর্টে গিয়ে হোম অফিসের এই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ নিয়ে আসে। স্থানীয়দের দাবি, এই এলাকা মাইগ্রেনটদের আবাসনের জন্য সঠিক স্থান নয়।

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে মাইগ্রেনটদের আগমন ঠেকাতে সরকার তাদেরকে বিচারের আওতায় আনা এবং তাদের অনেককে রুয়ান্ডা পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছিল। কিন্তু রুয়ান্ডা পাঠিয়ে দেয়ার এই উদ্যোগও আদালতে আটকে আছে। সরকার বুঝতে পারছে, এই সমস্যার দ্রুত কোনো সমাধান হবেনা।

Back to top button