ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলে যা হবে
নিউজ ডেস্ক- টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচটিতে জয় পেলে বাংলাদেশের সামনে সেমিফাইনালের পথ অনেকটাই উন্মোচিত হয়ে যাবে।
ভারতকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে জিতে গেলে সরাসরি সেমিতে উঠে যাবে বাংলাদেশ। এক ম্যাচ জিতলে অন্যরকম সমীকরণের মুখোমুখি হবে টাইগাররা।
বর্তমান পয়েন্ট টেবিলে অনুযায়ী তিন ম্যাচের দুটিতে জিতে ৫ পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা। তাদের নেট রানরেট ২.৭৭২। কোনো মতে একটি ম্যাচ জিতলেই সেমি নিশ্চিত প্রোটিয়াদের।
এদিকে তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে সমান ৪ পয়েন্ট বাংলাদেশ ও ভারতের। তবে নেট রানরেটে এগিয়ে দ্বিতীয় স্থানে ভারত। রোহিতের দলের নেট রান রেট যেখানে ০.৮৪৪, সেখানে বাংলাদেশ – ১.৫৩৩।
নেদারল্যান্ডসের কাছে হারায় এরই মধ্যে জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়েছে। আজ বাংলাদেশ জিতলে তিন ম্যাচে দুই পয়েন্ট পাওয়া পাকিস্তানের ওপর তখন পুরো চাপ থাকবে। যেখানে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দুই দলের বিপক্ষেই তাদের জিততেই হবে।
বর্তমানে ৫ম অবস্থানে রয়েছে পাকিস্তান। তিন ম্যাচে একটি জয় ও দুটি পরাজয় তাদের। বর্তমান সমীকরন অনুযায়ী টাইগাররা যদি পাকিস্তানের বিপক্ষে হারে এবং পাকিস্তান নিজেদের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেও হারায় তখন বাবর আজমদের পয়েন্ট হবে ৫ ম্যাচে ৬।
ভারত যদি বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারায় তখন কোহলিদের পয়েন্ট হবে পাঁচ ম্যাচে ৮। তখন ৮ ও ৭ পয়েন্ট নিয়ে সেমিতে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ বাংলাদেশের কাছে হারলে, জিম্বাবুয়েকে হারালেও ৬ পয়েন্টের বেশি হবে না ভারতের।
অন্যদিকে আগেই বাংলাদেশের ৬ পয়েন্ট নিশ্চিত থাকবে। তখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নেট রান রেট সুবিধাজনক অবস্থায় রেখে হেরে গেলেও সেমিফাইনাল খেলতে পারবে টাইগাররা।
সুতরাং বলা যায়, আজ ভারতকে হারাতে পারলে বাংলাদেশের জন্য বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সুযোগ ও সম্ভাবনা অনেক বেশি থাকবে।