সুনামগঞ্জ

ভোটের গোপন কক্ষে ঢুকে পড়লেন পোলিং কর্মকর্তা

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রের গোপন কক্ষে ঢুকে পড়ায় এক পোলিং কর্মকর্তাকে সতর্ক করেছেন জেলা প্রশাসক।

বুধবার (২ নভেম্বর) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সকাল ১০টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের সঙ্গে গোপন কক্ষে ঢুকে পড়েন পোলিং কর্মকর্তা লুৎফুর রহমান। এ সময় তিনি নিজে হাত দিয়ে ভোট দিচ্ছিলেন। গোপন কক্ষে ঢোকার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।

এ বিষয়ে কেন্দ্র পরিদর্শনে আসা সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো প্রিসাইডিং কর্মকর্তা কিংবা পোলিং কর্মকর্তার ভোটের গোপন কক্ষে প্রবেশ করতে পারবে না। যদি কোনো ভোটার ইভিএমে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়ে তাহলে তিনি দূর থেকে তাকে সহযোগিতা করতে পারবেন।

এ সময় তিনি গোপন কক্ষে প্রবেশ করা ওই পোলিং কর্মকর্তাকে সর্তক করেন। ভোটার ছাড়া যদি কেউ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ম্যাজিস্ট্রেট।

Back to top button