সিলেট

সিলেটে পণ্যবাহী পরিবহন ধর্মঘট স্থগিত

নিউজ ডেস্ক- সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দা‌বিতে পরিবহনশ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট ৩৮ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ বিষয়‌টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার সকাল ছয়টা থেকে জেলায় ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেয় সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সে অনুযায়ী বুধবার ভোর ছয়টা পর্যন্ত ধর্মঘট চলার কথা ছিল। কিন্তু ১০ ঘণ্টা আগেই কর্মসূচি স্থগিত করা হলো।

জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতা শাব্বীর আহমদ ফয়েজ বলেন, অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার কথা বিবেচনা করে আজ সন্ধ্যায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন পরিষদের নেতারা। এ ছাড়া জেলা প্রশাসকের সঙ্গে আলোচনায় ৩ নভেম্বর মন্ত্রণালয়ের প্রতিনিধিদল সিলেটের পাথর কোয়া‌রি পরিদর্শনের কথা জানানো হয়। ওই সময় তাদের সঙ্গে শ্রমিক নেতাদের দেখা করে দাবি-দাওয়া জানানোর কথা বলা হয়েছে। ৩ নভেম্বর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবি তুলে ধরতে পারবেন বলে তিনি আশাবাদী।

এদিকে সোমবার সকাল থেকে ধর্মঘটের কারণে সিলেটে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ ছিল। সিলেট শহরতলি এবং সিলেট-ঢাকা ও সিলেট-তামাবিল সড়ক বিভিন্ন জায়গায় সারিবদ্ধভাবে দাঁড় করানো ছিল ট্রাকগুলো। ধর্মঘট প্রত্যাহারের পর সড়কে ট্রাক চলাচল করতে দেখা যায়।

Back to top button