বিশ্বনাথসিলেট

বিএনপি থেকে বহিস্কার হলেন বিশ্বনাথ মেয়র প্রার্থী মুন্না

টাইমস ডেস্কঃ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন খান মুন্নাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের আগের রাতে আজ মঙ্গলবার তাকে বহিষ্কার করা হয়। তিনি ‘মোবাইল ফোন’ প্রতীকে মেয়র পদে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বহিষ্কারপত্রে তার প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এর আগে গত ৩০ অক্টোবর বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনকেও দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়েছে।

Back to top button