হবিগঞ্জ

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক- হবিগঞ্জের মাধবপুরে চেক ডিজঅনার ও প্রতারণা মামলায় ৬ মামলার সাজা পরোয়ানা ও ৫টি মামলায় গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী কাজী নোমান আহমেদ মিজান (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই রাজীব রায় উপজেলার সাতপাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। মিজান ওই গ্রামের সামসুল হক চান মিয়ার ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, মাধবপুর ও শাহপরান থানায় ৬টি সাজা পরোয়ানা সহ তার বিরুদ্ধে ১১টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।

মঙ্গলবার দুপুরে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারকের নিদের্শে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Back to top button