খেলাধুলা

ইংল্যান্ডকে কাঁদানো সেই মাঠে ভারতকেও কাঁদাতে চায় বাংলাদেশ

বলা হয়, দক্ষিণ অস্ট্রেলিয়ার হৃদয় অ্যাডিলেড ওভাল। আর বাংলাদেশের জন্য শুধুই সুখ স্মৃতির ময়দান। টুকটাক যারা টাইগার ক্রিকেটের খবর রাখেন তারা নিশ্চিত করেই ভুলে যান নি ২০১৫ সালের সেই ম্যাচটির কথা। ঐতিহাসিক সেই লড়াইটির কথা! যেখানে ইংল্যান্ড ক্রিকেট দলকে কাঁদিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল বাংলাদেশ।

আর সেই বার টাইগারদের এই জয়কে বলা হয়েছিল আপসেট। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই মাঠে টাইগারদের প্রতিপক্ষ ভারত। সেমিফাইনালে যেতে এই ম্যাচটিও ঠিক সমান গুরুত্বপূর্ণ। এবার তাই ম্যাচের আগেই বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেছেন ভারতকে হারাতে পারলে এটিও বলা হবে আপসেট।

তবে এবার সেই আবারও সেই আপসেট ঘটাতে চান সাকিব। বাংলাদেশ অধিনায়ক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ সাকিব বলেন, ‘পরবর্তী লক্ষ্য হলো, দুটো ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুটো ম্যাচের কোনো ম্যাচও যদি জিততে পারি, সেটা আপসেট (অঘটন) হিসেবে গণ্য হবে। সেই আপসেটটা করতে পারলে আমরা খুশি হব। না করতে পারলে বেশি কিছু বলার নেই।’

তিনি আরও বলেন, ‘দুই দলই কাগজে-কলমে আমাদের চেয়ে অবশ্যই ভালো। তবে আমরা যদি ভালো খেলি, আমাদের যদি দিন থাকে, তাহলে কেন পারব না। এই বিশ্বকাপেই আমরা দেখেছি, আয়ারল্যান্ড ইংল্যান্ডকে, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে।’

সাকিব বলেন, ‘আমি আগেও যেমন বলেছি, ভারত ফেবারিট দল। তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেবারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। আমরা ভালো করেই জানি, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব সেরা খেলাটি খেলতে এবং আপসেট ঘটাতে।’

এ সময় এডিলেডে সেই জয়ের স্মৃতি চারণ কনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জয়ী সেই টিমের থেকে বোধহয় আমি আর তাসকিন আছি। অবশ্যই ভালো স্মৃতি। ভালো মেমোরিজ গুলো সবসময় অনুপ্রেরণা যোগায়। আশা করি সেই স্মৃতি মানসিকভাবেও একটু সাহায্য করবে।’

Back to top button