দুর্ভিক্ষ রুখতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান
অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে দেশের প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদ, পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করার বিশেষ ব্যবস্থা নিতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (০১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন সংস্থা বলছে সারা বিশ্বব্যাপী আগামীতে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যভাব দেখা দেবে। অনেক উন্নত দেশ সেখানেও কিন্তু এ ধরনের অর্থনৈতিক মন্দা বিরাজমান। সেই অবস্থায় আমাদের বাংলাদেশকে মুক্ত রাখতে হলে আমাদের প্রতি ইঞ্চি জমিতে যেমন চাষাবাদ করতে হবে, তেমনি খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাত করা তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে আমি আমাদের যুব সমাজকে আহ্বান করব তারা যেন আরও উদ্যোগ নেয়।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশে বয়ঃবৃদ্ধের দেশ হয়ে গেছে। কিন্তু এখনো বাংলাদেশ, আমাদের এখানে আমাদের কর্মক্ষম যুবক শ্রেণি রয়ে গেছে। এটা আমাদের একটা বিরাট শক্তি। কিন্তু এই শক্তিটাই আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। সে কথা মাথায় রেখে বিগত নির্বাচনে অর্থাৎ ২০১৮ সালে যে নির্বাচন হয়। সেই নির্বাচনে আমরা যে নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছিলাম— সেখানে যুবকদের জন্য আলাদা একটা কলাম রাখি। সেখানে আমাদের আমাদের স্লোগান ছিল তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। অর্থাৎ তারুণ্যের শক্তিটা কাজে লাগিয়ে আমরা আগামী দিনের সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়েই আমরা পদক্ষেপ নেই এবং বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা ঘোষণা করেছিলাম, যা সরকারে আসার পরে বাস্তবায়ন করে যাচ্ছি।
সরকার প্রধান বলেন, বর্তমান অবস্থার কথা বিবেচনা করে অর্থাৎ করোনাভাইরাসের অভিঘাত, সেই করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। আমাদের যুবসমাজ যার যার এলাকায় এলাকাভিত্তিকও কাজ করতে পারেন। খাদ্যপণ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাত করা সেটা যেমন আমরা আমাদের চাহিদা মেটাতে পারব আবার কোনো দুর্ভিক্ষপিড়িত দেশে সহযোগিতা করতে পারব। আমাদের মাটি অত্যন্ত উর্বর। তা ছাড়া সবচেয়ে বড় শক্তি আমাদের জনশক্তি, এই জনশক্তিটাকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রশিক্ষিত চালক প্রয়োজন। এখানে বিরাট ঘাটতি রয়েছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি যত হচ্ছে গাড়ি কেনারও প্রবণতা তত বাড়ছে। আমাদের দেশে গাড়ি অধিকাংশই নিজে চালায় না। ড্রাইভার রেখে চালায় তাতে আমাদের যুবকদের কর্মসংস্থান হয় এটা ঠিক। দক্ষতা অর্জন করলে তাদেরও ব্যাপকভাবে কর্মসংস্থান হবে।