বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে অভিনব কায়দায় ছিনতাই!

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে অভিনব কায়দায় এক ব্যাংকের সিকিউরিটি গার্ড ছিনতাইয়ের শিকার হয়েছেন। সিএনজিচালিত অটোরিক্সাতে যাত্রী হিসাবে তুলে ছিনতাই করে তাকে রাস্তায় নামিয়ে দেয় ছিনতাইকারিরা।

সোমবার সন্ধ্যার সময় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এই ছিনতাইয়ের শিকার হোন জকিগঞ্জ উপজেলার মোঃ মোস্তফা উদ্দিন। তিনি বিয়ানীবাজার পৌরশহরের এশিয়া ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত।

তিনি জানান, কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার সময় বিয়ানীবাজার পৌরশহরের জয়তারা স্টোরের সামনে থেকে তিনি জিরো পয়েন্ট যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিক্সায় উঠেন। কিছু জায়গা যাওয়ার পর আলফা ক্লিনিকের সামনে গিয়ে অটোরিক্সা থেকে যাত্রীবেশী কয়েকজন ভয়ভীতি দেখিয়ে আমার সাথে থাকা মোবাইল নিয়ে জোরপূর্বক সিএনজি থেকে আমাকে নামিয়ে দিয়ে চলে যায়।

এসময় চিৎকারে মানুষজন এগিয়ে এলে একটি কার নিয়ে ছিনতাইকারিদের পিছু নিয়েও তাদেরকে পাননি তিনি।

এঘটনায় বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এই ব্যাংক সিকিউরিটি।

Back to top button