সিলেট

সিলেটে বেপরোয়া লেগুনা কেড়ে নিল স্কুল শিক্ষার্থীর প্রাণ

টাইমস ডেস্কঃ সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরে জৈন্তিয়া গেইট এলাকায় বেপরোয়া লেগুনা (ক্যারিক্যাব) গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত শিশু শিক্ষার্থী ইউসুফ আহমদ (৭) জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

ইউসুফ কানাইঘাট উপজেলার মানিকগঞ্জে বাউর ভাগপূর্ব গ্রামের সৌদিআরব প্রবাসী বুলবুল আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাস্তা পারাপারের সময় জাফলংগামী লেগুনা গাড়ি ধাক্কা দিলে ইউসুফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউসুফ স্কুল শেষে তার মায়ের সঙ্গেই বাড়ি ফিরছিলো। কিন্তু রাস্তা পারাপারের সময় দ্রুতগামী লেগুনা গাড়ি কেড়ে নেয় তার প্রাণ।

Back to top button